বিপদ ঘোষের বিখ্যাত মাঠায় ‘মহাবিপদ’

মুন্সীগঞ্জের বিখ্যাত মাঠা বিক্রেতা বিপদ ঘোষের মাঠায় ‘বিপদ’ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ২০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (৫ মে) সকালে মাঠা বিক্রেতা বিপদ ঘোষকে এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

তিনি বলেন, সদর উপজেলার রিকাবিবাজারের গোপপাড়া এলাকায় মাঠার কারখানায় মনিটরিং এ দেখা যায় মাঠা তৈরির সময় নিষিদ্ধ উপাদান সোডিয়াম সাইক্লামেট বা ঘন চিনি মিশ্রণ করা হচ্ছে। মূলত চিনির খরচ কমানোর জন্য মাঠা বিক্রেতা সোডিয়াম সাইক্লামেট মেশান। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী খাবারে সোডিয়াম সাইক্লামেট ব্যবহার নিষিদ্ধ। এছাড়া দেখা যায় দইয়ের সঙ্গে তিনি ননফুড গ্রেড ইন্ডাস্ট্রিয়াল কালার মেশান।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০/-জরিমানা করা হয় এবং সংশোধন হবার জন্য নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমীন, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ একটি দল সহযোগিতা করেন।