ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন বৃদ্ধি পাওয়ায় ধীরগতির সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চলাচল করা ঘরমুখো মানুষ। বুধবার (১২ মে) রাত ২টার পর থেকে এ ধীরগতির সৃষ্টি হয়। 

এ সড়কের টাঙ্গাইল বাইপাস, আশেকপুর বাইপাস, এলেঙ্গা, সল্লা, হাতিয়া এলাকায় যানবাহনের সঙ্গে যাত্রীদের জটলা সৃষ্টি হয়েছে। পুলিশের চেকপোস্ট থাকায় যে যেখান থেকে সুযোগ পাচ্ছে খালি কোনও যানবাহন দেখলেই তাতেই উঠে বসছে। ঘরমুখো এসব মানুষের গুনতে হচ্ছে চার থেকে পাঁচগুণ বেশি ভাড়া। গাদাগাদি করে বাড়ি ফেরা এসব মানুষের মাঝে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। তবে যানজট নেই। ধীর গতিতে যানবাহন চলাচল করছে। যাতে যানজটের সৃষ্টি না হয় এ জন্য পুলিশ মহাসড়কে কাজ করছে।’