টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন

সরকারি ঘোষণা অনুযায়ী দেশে আগামীকাল শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার ঈদ উদযাপন করেছে।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল নয়টায় স্থানীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসুল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন ওই গ্রামের প্রায় ৪০টি পরিবার। নামাজে দুই শতাধিক মুসুল্লি অংশগ্রহণ করেন। মুসুল্লিরা স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একইদিনে ঈদ উদযাপন করতে পেরে মুসুল্লিরা আনন্দ প্রকাশ করেন। ওই গ্রামের বাকি মুসুল্লিরা আগামীকাল শুক্রবার ঈদ উদযাপন করবেন।

উপজেলার লাউহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফিরোজ বলেন, ‘বেশ কয়েক বছর ধরে শশীনাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা উদযাপন করে আসছে। এর ধারাবাহিকতায় আজও ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেছে শশীনাড়া গ্রামের মুসুল্লিরা।