শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ

মুন্সীগঞ্জ ও মাদারীপুরের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। এই নৌরুটে ১৮টি ফেরিতে করে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে পার হচ্ছেন যাত্রীরা। তবে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের চাপ নেই বললেই চলে। এতে করে শিমুলিয়া ঘাটে কোনও যান ফেরির জন্য অপেক্ষায় থাকছে না। সোমবার (১৭ মে) সকালে ফেরিঘাটের এমন দৃশ্য পরিলক্ষিত হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, সকাল থেকে এই নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে ফেরির অপেক্ষায় কোনও যান বা যাত্রী নেই। এই ঘাট ফাঁকা। তবে বাংলাবাজার ঘাটে যাত্রীদের চাপ রয়েছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, নৌরুটে কোনও লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলছে না। সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় কোনও যান ফেরির অপেক্ষায় নেই।