না.গঞ্জে পুলিশ বক্সের সামনে রিমোটচালিত তাজা বোমা!

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তরপাশে ট্রাফিক পুলিশবক্সের সামনে রিমোটচালিত একটি তাজা বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সাদা রঙের একটি বাজারের ব্যাগের ভেতর থেকে বোমাটি উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছেন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ একটি বাজারের ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে পৌনে ৭ টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ জানান, দুপুরের পর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আমার ডিউটি ছিল। দুপুর থেকে মহাসড়কের দায়িত্ব পালন করছিলাম। সন্ধ্যার দিকে পুলিশ বক্সের সামনে একটি সাদা রঙয়ে প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পুলিশবক্স থেকে সহকর্মীদের সঙ্গে নিয়ে বের হয়ে আসি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পিপিএম জানান, বোমাসদৃশ ব্যাগ দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশবক্স এলাকাটি ঘিরে রাখি। ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম এটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

তিনি আরও বলেন, বোম্ব ডিস্পোজাল ইউনিট, সিটিটিসি ঢাকার এসি মাহমুদুজ্জামানের নেতৃত্বে একটি দল তাজা বোমাটি আধুনিক যন্ত্রের মাধ্যেমে উদ্ধারের পর নিষ্ক্রিয় করে।