গ্যারেজে পচে নষ্ট গরিবের ত্রাণ, ইউএনওকে শোকজ

গ্যারেজে গরিবের ত্রাণ পচে নষ্ট হওয়ার ঘটনায় সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক। শনিবার (১২ জুন) এই নোটিশ দেওয়া হয়। নোটিশে রবিবারের (১৩ জুন) মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গত ১০ জুন এই নিয়ে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চলমান করোনা মহামারির সময়ে সরকার যখন দুস্থ-অসহায় মানুষের খাদ্য নিরাপত্তায় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, ঠিক সেই সময়ে মানিকগঞ্জের সিংগাইরে ইউএনও’র গ্যারেজে পচে ত্রাণ নষ্ট হওয়ার অভিযোগ উঠে। খোদ সরকারের একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এমন তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় কারণ দর্শানোর বিষয়ে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, তার (ইউএনও) কাছে রবিবারে মধ্যে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

সূত্র জানায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জন্য ০৩-০৫-২০২১ তারিখে ১২১ নম্বর স্মারকমূলে জরুরি ত্রাণ সহায়তা হিসেবে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই টাকায় ১০০ প্যাকেট ত্রাণসামগ্রী কিনে ইউএনও’র গ্যারেজের একটি কক্ষে গুদামজাত করে রাখা হয়। যার প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি ডাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, এক কেজি চিনি ও দুই প্যাকেট সেমাই। ১০০ প্যাকেটের মধ্যে ঈদের আগে মাত্র ১০ প্যাকেট বিতরণ করা হয়। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, ইউএনও'র গ্যারেজে রাখা ১০০ প্যাকেট ত্রাণসামগ্রীর মধ্যে ৯০ প্যাকেটই পচে নষ্ট হয়েছে। প্যাকেটে থাকা আলু-পেঁয়াজ পচে গেছে। চাল, ডাল ও নষ্ট হওয়ার পথে। এছাড়া অভিযোগ রয়েছে ভুক্তভোগী একাধিক ব্যক্তি ৩৩৩ নম্বরে ফোন করেও খাদ্য সহায়তা পায়নি।