ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৫ কিলোমিটারে ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়িতে আগুন লাগা ও পরিবহনের চাপ বেশি থাকায় যানজট লাগে। এতে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। রবিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মহাসড়কে এমন চিত্র দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। আবার মাঝে মাঝেই গাড়ি আটকে যাচ্ছে। তবে পুলিশ সদস্যরা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।

এর আগে শনিবার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৯ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দীর্ঘ সময়ের চেষ্টায় পরিবহন দুটি সরানোর পর যানবাহন চলাচল শুরু হয়।

দুর্ঘটনার পরই সেতুর দুই পাড়ে টোল আদায় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে মহাসড়কে যানজট লেগে যায়। এতে সকাল থেকে মহাসড়কে গাড়ি থেমে থেমে চলাচল করছে।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, সকাল থেকেই মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে ভূঞাপুর লিংক রোড পর্যন্ত পরিবহনের ধীরগতি রয়েছে। তবে কোথাও গাড়ি আটকে নেই।’