আবু ত্ব-হা নিখোঁজের রহস্য উদঘাটন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তার নিখোঁজের রহস্য উদঘাটনে অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি বলেন, আবু ত্ব-হার নিখোঁজের বিষয়টি নজরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তার নিখোঁজের রহস্য উদঘাটন হবে। তিনি কোথায় কি অবস্থায় আছেন, তা এখনও আমরা জানি না। তবে রহস্য উদঘাটন হবে।

বুধবার (১৬ জুন) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ব্যাটালিয়ন আনসারদের ছয় মাসের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিসোর্ট হোক কিংবা বার, যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই ব্যবস্থা নিচ্ছে এবং নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সারা দেশে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরপর কৃতী ও চৌকস প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মৌলিক প্রশিক্ষণে- সজীব মণ্ডল শ্রেষ্ঠ ড্রিল, মো. মহিউদ্দিন ফাহিম শ্রেষ্ঠ ফায়ারার এবং রাকিব আকন্দ চৌকস প্রশিক্ষণার্থী ব্যাটালিয়ন আনসার হিসেবে প্রথম স্থান অর্জন করেন।

পুরস্কার প্রদান শেষে প্রশিক্ষণার্থী নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে বাহিনীর সুনাম এবং ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করবেন। আপনারা দেশ এবং জাতির সার্বিক উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণলদ্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আপনারা অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাবেন। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত ক্ষেত্রে আত্মনিবেদিত থেকে একটি মর্যাদাসীন ও সৃদৃঢ় অবস্থানে এই বাহিনীকে দাঁড় করাতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ দেন।

নিখোঁজের ছয় দিন পার হলেও আবু ত্ব-হা আদনানের সন্ধান দিতে পারেনি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ বলছে, তারা কাজ করে যাচ্ছে।