বোরকা পরে ছাগল চুরির সময় ধরা পড়লেন ৪ জন

গাজীপুরের কালীগঞ্জে বোরকা পরে ছাগল চুরির সময় এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় ছাগল চোর চক্রের দুই নারী সদস্য ও এক ইজিবাইকচালককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

তারা হলেন কালীগঞ্জের কিশোর (১৩), চিনিশপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে রূপা আক্তার (২৫), একই উপজেলার বাশাইল গ্রামের মানিক মিয়ার ছেলে ইজিবাইক চালক শরীফ মিয়া এবং রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের হালিম মিয়ার মেয়ে মিতু আক্তার (২৪)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, শনিবার (০৩ জুলাই) বিকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের একটি মাঠে দুটি ছাগল বাঁধা ছিল। মাঠ থেকে ছাগল চোর চক্রের সদস্যরা দুটি ছাগল ইজিবাইকে করে নিয়ে যাচ্ছিল।

বক্তারপুর মোড়ে পৌঁছালে তাদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তখন স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বললে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে দেয়। 

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায় ওই কিশোর মেয়ে সেজে বোরকা পরে মাঠ থেকে ছাগল চুরি করেছিল। পরে গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে ধরে পড়ে যায় সবাই।

ওসি এ কে এম মিজানুল হক আরও বলেন, তাদের কাছ থেকে দুটি ছাগল ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলজহাজতে পাঠানো হয়েছে।