আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। সোমবার (৫ জুলাই) দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আলাউদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলো- আলাউদ্দিনের পুত্রবধূ সাদিয়া (২২), স্থানীয় পোশাক কারখানার শ্রমিক সজিব (২৫) ও তার স্ত্রী শরীফা (২১)। তাদেরকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে খাবারের বিরতিতে কারখানা থেকে বাড়ি ফেরেন সজিব ও তার স্ত্রী। এ সময় তাদের কক্ষের দরজা খোলার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন তারা। এ সময় বাড়ির মালিকের পুত্রবধূ সাদিয়াও দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। আর আশপাশের উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বিষয়টি নিশিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেই আগেই হাসপাতালে পাঠিয়েছে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে জামগড়া এলাকা পর্যন্ত পৌঁছালে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে খবর পাওয়ায় সেখান থেকে ফিরে আসে তারা। সিলিন্ডার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছে বলে জানা গেছে।