অন্তঃসত্ত্বা হয়ে থানায় নারী শ্রমিকের মামলা

গাজীপুরের টঙ্গীতে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সোমবার (৫ জুলাই) টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী শ্রমিক। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কমল চন্দ্র মল্লিক (৪০) ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাঁচ কাহনিয়া গ্রামের পিয়ারি মহন মল্লিকের ছেলে। ঘটনার পর থেকে কমল পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ মামলার বিবরণ দিয়ে জানান, ভিকটিম স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২৬ ডিসেম্বর (শনিবার) রাতে ভিকটিমকে বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্ক স্থাপন করে কমল। ঘটনার কয়েক মাস পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে অভিযুক্ত কমলকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে রাজি হয়নি। 

এ ঘটনার প্রায় সাত মাস পর সোমবার (৫ জুলাই) সকালে থানায় ধর্ষণের মামলা করেন ভিকটিম। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি জাবেদ মাসুদ।