৪৮ ঘণ্টায় হত্যা মামলার তদন্ত সম্পন্ন

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার নাজমা বেগম (৪০) হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ জুন আসামি মো. রফিক মিয়া পূর্ব শত্রুতার জেরে নাজমা বেগমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স ইনস্টিটিউটে নিয়ে আসে। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসার পর তিনি মারা যান। ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের স্বামী মো. ইসলাম সরদার বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, একমাত্র আসামি মো. রফিক মিয়াকে (৪২) জেলার শিবালয় থানাধীন ফেচুয়াধারা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তার দেখানো মতে হত্যার কাজে ব্যবহৃত বাঁশের লাঠিটি পুলিশ উদ্ধার করে। মূলত পূর্ব শত্রুতার জেরে সে এ হত্যাকাণ্ড ঘটায়। এছাড়া মঙ্গলবার (০৬ জুলাই) আসামি মো. রফিক মিয়া নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ আরও জানায়, হরিরামপুর থানা পুলিশ মামলাটি দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের সব কার্যক্রম সম্পন্ন করে এ অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয়।