দীর্ঘ সময়েও আগুন নেভাতে না পারায় স্থানীয়দের হামলা

দীর্ঘ সময়েও রূপগঞ্জের সেভান জুস ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে না আসায় কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন স্থানীয়রা। হামলায় ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও পুলিশ সদস্যরাও আহত হন। এসময় হামলাকারীরা কারখানার গেটের সঙ্গে থাকা আনসার ক্যাম্পেও হামলা চালায় ও তিনটি শটগান ছিনিয়ে নেয়। পরে অবশ্য দুটি শটগান উদ্ধার করা হলেও একটি শটগান উদ্ধার করা যায়নি। 

যে কারণে দীর্ঘ সময়েও নিয়ন্ত্রণে আসেনি জুস ফ্যাক্টরির আগুন

হামলার পর কারখানার ভেতরে ইট-পাটকেল পড়ে ছিলশুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা কারখানার অভ্যন্তরে থাকা বেশকিছু গাড়ি ও মোটরসাইকেলেও ভাঙচুর চালায়।  

১৭ ঘণ্টায় নেভেনি জুস কারখানার আগুন, নিহত ৩

স্থানীয়দের অভিযোগ, গতকাল আগুন লাগার পর থেকে স্থানীয় লোকজন আগুন নেভাতে চাইলে গেটের সামনে সিকিউরিটি গার্ডরা দুর্ব্যবহার করেন। কিন্তু দীর্ঘ সময় চলে যাওয়ার পরও আগুন নেভাতে না পারায় সকালে নিহতের স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেন। পরে তারা কারখানায় হামলা চালান। এসময় তারা কারখানার প্রশাসনিক ভবনের জানালার কাঁচ, দরজা একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাংঙচুর করে। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে ও ট্রাক ভাঙচুর করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, স্থানীয় উৎসুক জনতা কিছুটা উত্তেজিত হয়ে উঠেছিলো। পরে পুলিশ তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান তিনি।