সোনারগাঁ পেপার মিলের আগুনে দগ্ধ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুরে আল নুর পেপার মিলে লাগা আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন তিন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তারা হলেন- এম এম মোস্তাক আহমেদ, তফিজুল ইসলাম ও আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (০৮ জুলাই) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।

এর আগে গত ৪ জুলাই রাত দেড়টায় কাচপুর বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আল নুর পেপার মিলে গ্যাস লাইনের রাইজারের লিকেজের আগুনে চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছিলেন। ওই সময় তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে এম এম মোস্তাক আহমেদ, তফিজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে ও আসাদুজ্জামান রাতে মারা যান। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, তফিজুলের শরীরের ৭৮ শতাংশ, মোস্তাক আহমেদের ৬৮ শতাংশ ও আসাদুজ্জামানের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় তারা বৃহস্পতিবার বিকালে ও রাতে মারা গেছেন। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত এম এম মোস্তাক আহমেদ নড়াইল জেলার কালিয়া থানার কলাবাড়িয়া এলাকার এম এম মনিরুজ্জামানের ছেলে, তফিজুল ইসলাম ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার দলবপুর এলাকার খজিমুদ্দিনের ছেলে ও আসাদুজ্জামান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার গোয়ালীদহ এলাকার শমেস উদ্দিন আকন্দের ছেলে। 

দগ্ধ ফারুক হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তিনি কুমিল্লার মেঘনা এলাকার আ. মজিদ মাস্টারের ছেলে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার জানান, রোডের পাশে গ্যাসের পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আল নুর পেপার মিলের চার নিরাপত্তাকর্মী দগ্ধ হন। এই ঘটনায় তদন্ত এখনও চলমান। যদি কোনও অনিয়ম বা অবহেলা থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।