লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে কমেছে চাপ (ভিডিও)

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ কমেছে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরি ঘাটগুলোতে ছোট-বড় যানবাহনের কিছুটা চাপ থাকলেও যাত্রীদের তেমন কোনও ভিড় নেই। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে শিমুলিয়া ফেরি ঘাটে এ দৃশ্য দেখা গেছে।

লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীর চাপ বেড়েছেবাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

কোরবানির পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরাতিনি জানান, নৌরুটে ১০ টি ফেরি চলছে। ঘাটে পদ্মা নদী পারের অপেক্ষায় প্রায় তিনশত ছোট বড় যানবাহন রয়েছে। তবে ফেরি ঘাটে যাত্রীদের তেমন ভিড় নেই।

এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চে উভয়মুখী যাত্রীদের স্বাভাবিক ভিড় দেখা গেছে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় টার্মিনালে স্বাভাবিক ব্যস্ততা ফিরে এসেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক সাহাদাত হোসেন বলেন, এ রুটে মোট ৮৭ টি লঞ্চের মধ্যে ৭৮ টি লঞ্চ চলাচল করছে। বাকিগুলোর কাগজপত্র আপডেট করা নেই বিধায় চালাতে পারছে না। লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক।

প্রসঙ্গত, করোনার কারণে একাধারে ১৪ দিনের সরকার ঘোষিত লকডাউন শেষে বৃহস্পতিবার থেকে লঞ্চ ও গণপরিবহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।