সড়কে যাত্রী ও যানবাহনের চাপ

ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় সাভারের মহাসড়কগুলোতে কোথাও তেমন কোনও যানজট দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বাসস্ট্যান্ড এলাকাগুলোতে যাত্রী উঠানামার কারণে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে। রবিবার (১৮ জুলাই) দুপুরের দিকে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে এই চিত্র দেখা গেছে।

এই সড়ে চলাচলকারী হানিফ পরিবহনের চালক সুমন জানান, ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে বাইপাইল পৌঁছাতে দেড় ঘণ্টা সময় লেগেছে। তবে সাধারণ সময়ে তার পৌঁছাতে আাঁ ঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা সময় লাগে বলে জানান তিনি।তিনি বলেন, বাসস্ট্যান্ড এলাকাগুলোতে যাত্রী উঠানামার কারণে কিছুটা যানজট রয়েছে।

ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন হাবিব নামের এক যাত্রী। তিনি বলেন, সাড়ে ১১টার দিকে সাভার থেকে গাড়িতে উঠেছি। এক ঘণ্টায় বাইপাইল এসে পৌঁছেছি। 

সড়কের অবস্থা জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম বলেন, মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকাগুলোতে যাত্রী উঠানামার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে স্বাভাবিক সময়েও এই ধরনের যানজট থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপে পরিস্থিতি পাল্টে যেতে পারে। এ পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যরা সড়কে তৎপর রয়েছেন বলে জানান তিনি।