বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে ৩৩ হাজার যানবাহন পারাপার! 

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে প্রায় ৩৩ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

সেতু দিয়ে পারাপারের সংখ্যা জানিয়ে সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, আজও মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। 

সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৩২ হাজার ৭১৩টি পরিবহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা। 

এরমধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৭ হাজার ৪৩ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৫৯০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৬৭০টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৭০ টাকা।