দুপুরের পর স্বস্তি ফিরেছে ঢাকা-টাঙ্গাইল সড়কে

দীর্ঘ সময় যানজটের পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এই সড়কে চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয়েছে উত্তরের ঘরমুখো মানুষকে। দুর্ভোগের পর বুধবার (২১ জুলাই) দুপুরের পর থেকে সড়কে স্বস্তি ফিরেছে। তবে দীর্ঘ সময়ের যানজটে অংসখ্য মানুষের ঈদের আনন্দ ম্লান হয়ে যায়।

জানা যায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোররাত থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। বুধবারও একই অবস্থা শুরু হয়। ভোর থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত এ সড়কে দীর্ঘ যানজটে নাকাল হয়েছেন যাত্রীরা। চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। যানজটে খাবার ও প্রাকৃতিককর্ম সারতে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে না পেরে তারা ক্ষোভও প্রকাশ করেন।

টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর আবুল কালাম বলেন, ‘গতকালের যানজট ছেড়েছে আজ সকাল ৮টার দিকে। দুপুরের পর সড়ক স্বাভাবিক হয়।’ তবে উত্তরবঙ্গমুখী পশুবাহী ট্রাকের চাপ রয়েছে বলে জানান তিনি।