৩ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার তিন ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মা নদী উত্তাল হওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকাল ৩টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় প্রান্তে কয়েক শতাধিক যানবাহন আটকাপড়ে। নদী পারের অপেক্ষায় রয়েছে শিমুলিয়া ঘাটে আড়াই শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, সকাল থেকে সাতটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছিল। প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল হওয়ায় ও একই সঙ্গে স্রোতের তীব্রতাও বৃদ্ধি পাওয়ায় ঢেউ ও স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরি চলাচল ব্যাহত হয়। এ সময় ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। এদিকে, ঢেউয়ের তোড়ে ২ নম্বর পন্টুন সরে যায়। তবে পুনরায় স্থাপনের কাজ চলছে।