ভাঙনে পদ্মার পেটে জমি-বসতঘর

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বাজারের পূর্বদিকে পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে ভাঙন শুরু হলে কয়েকশ মিটার এলাকার জমি ও দুইটি বসতঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে চারটি ঘর।

ভাঙন হুমকিতে পড়েছে স্থানীয় শত শত পরিবারের বসতভিটা, মসজিদ, কবরস্থান, প্রাথমিক বিদ্যালয়সহ নানা স্থাপনা। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার জানান, দুইটি ঘর পদ্মায় বিলীন হয়ে গেছে। আর চারটি ঘর ভাঙনে বিলীনের পূর্বে সরিয়ে নিতে পেরেছে। নদী ভাঙন কবলিত এসব এলাকায় মানুষ জায়গা ভাড়া নিয়ে ঘর তুলে থাকে। ভাঙন শুরু হলে ঘর সরিয়ে আবার নতুন জায়গায় চলে যায়। তবে এই মৌসুমে আজই প্রথম নদীতে ঘর বিলীন হলো।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, নদী ভাঙনের খবর পেয়ে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর এ অঞ্চলে নদী ভাঙন রোধে ৪৪৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।