শিমুলিয়ায় ঢল, লঞ্চে দ্বিগুণ যাত্রী

শিল্প-কারখানা খোলায় ঢাকায় কর্মস্থলমুখী মানুষের চাপ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে। রবিবার (০১ আগস্ট) সকাল থেকে লঞ্চ চলাচল করায় ফেরিতে তুলনামূলক কমেছে যাত্রীর চাপ। সড়কে গণপরিবহন চলাচল করায় বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে পৌঁছে সহজইে গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা।

এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি দুই নৌপথে লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল থেকে দুই নৌপথে চলাচল করছে ৮৬টি লঞ্চ। 

ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে লঞ্চগুলো পদ্মা পাড়ি দিচ্ছে

শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি লঞ্চে দেখা যায়, যাত্রীর গাদাগাদি। ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে লঞ্চগুলো পদ্মা পাড়ি দিচ্ছে। উপেক্ষিত স্বাস্থ্যবিধি। অতিরিক্ত যাত্রী বহন করায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। তবে অতিরিক্ত যাত্রী বহন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে লঞ্চগুলোকে জরিমানাও করছেন ভ্রাম্যমাণ আদালত। 

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. সোলেমান বলেন, অতিরিক্ত যাত্রী নেওয়ার অপরাধে পাঁচটি লঞ্চকে পাঁচ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুবুর রহমান বলেন, নৌপথে ১০টি ফেরি চলাচল করছে। লঞ্চ চালু হওয়ায় ফেরিতে যাত্রীর চাপ কমেছে।