দিনভর ভোগান্তি শেষে স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

দিনভর ভোগান্তির পর অবশেষে স্বাভাবিক হয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল। রবিবার (০১ আগস্ট) ভোর থেকে দীর্ঘ যানজটের পর সন্ধ্যার দিকে স্বাভাবিক হয়। চরম দুর্ভোগের পর এখন মহাসড়ক দিয়ে স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। কিছুক্ষণ পরপর জট খুললেও কিছুদূর গিয়ে গাড়ি থেমে যায়। 

ভোর থেকেই মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্বপাড় থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত এভাবে যানবাহন চলাচল করে। উত্তরবঙ্গমুখী লেনে থেমে থেমে চলছিল গাড়ি। কিছু দূর এগিয়ে চললেও আবার থেমে যায় যানবাহন। ফলে এই লেনে অসংখ্য যানবাহন আটকে ছিল। ঢাকামুখী লেনে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনের ধীরগতি দেখা গেছে। ফলে কর্মস্থলে ফেরা যাত্রী ও যানবাহন চালকরা পড়েন চরম দুর্ভোগে। 

এদিকে, পোশাকশ্রমিকদের কাজে ফেরার দুর্ভোগ কমাতে রবিবার থেকে গণপরিবহন চালু করে সরকার। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে গন্তব্যে ফিরছে মানুষ।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এখন মহাসড়কে যানজট নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।’