করোনার টিকা ছাড়াই সুই পুশের অভিযোগ

করোনার টিকা ছাড়াই সুই পুশের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনের বিরুদ্ধে। রবিবার (০১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এ সময় সাজেদা আফরিন টিকা গ্রহণকারীদের শরীরে শুধু সুই পুশ করে টিকা না দিয়ে সিরিঞ্জ ফেলে দেন। বিষয়টি নজরে আসে টিকা গ্রহণকারীদের। তারা ঘটনাটি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক মো. শামীমকে জানান। পরে ফেলে দেওয়া সিরিঞ্জগুলো বাছাই করে ২০টি সিরিঞ্জের ভেতর টিকা দেখতে পান চিকিৎসক শামীম। তখন তিনি নিশ্চিত হন সুই পুশ করা হলেও এসব ব্যক্তির শরীরে টিকা দেওয়া হয়নি।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন বলেন, ‘প্রচুর লোকের চাপ ছিল। অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।’

এ ব্যাপারে আরএমও মো. শামীম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা সহকারী সিভিল সার্জন চিকিৎসক মো. শামীম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’