আড়াইহাজারে ঝগড়া থামাতে গিয়ে গৃহবধূ নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধারালো অস্ত্রের আঘাতে হালিমা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় আড়াইহাজার পৌরসভার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, মাটির চুলা ভাঙাকে কেন্দ্র করে হালিমার বেগমের ভাগ্নি জামাই হোসেন আলীর সঙ্গে তারই ভাই ইমান আলীর ঝগড়া হয়। এ সময় ঝগড়া থামানোর চেষ্টা করেন হালিমা। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার গলায় দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করেন ইমান আলী। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন হাবিবা বেগম অভিযোগ করে বলেন, হালিমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ, কয়েক মাস আগেও রাতের আঁধারে মুখোশ পরে তাকে হত্যাচেষ্টা করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লাশ দাফনের পর স্বজনরা মামলা করতে থানায় আসবেন।