ফরিদপুর বঙ্গবন্ধু হাসপাতালে ১৩ জনের মৃত্যু

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আট ও উপসর্গে পাঁচ জন মারা গেছেন। বুধবার (১১ আগস্ট) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান এ তথ্য জানান।

মৃত ১৩ জনের মধ্যে জেলা শহরের ছয়, রাজবাড়ী জেলার ছয় ও মাগুরা জেলার একজন। বর্তমানে ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৬১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। আরও ৩৭ জন সুস্থ হয়েছেন।

ডা. সাইফুর রহমান জানান, দূর-দূরান্ত থেকে যে রোগী আসে, তাদের শারীরিক অবস্থা ভালো থাকে না। যে কারণে মৃত্যুর হার তাদের মধ্যেই বেশি। 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭২টি নমুনা পরীক্ষা করে ১৭২ জনের করোন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ। ফরিদপুরে এ পর্যন্ত ১৯ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত করোনায় ৪৫৩ জন মারা গেছেন।