পদ্মা সেতুর পিলারে ধাক্কা: কাকলী ফেরির মাস্টার-সুকানি বরখাস্ত

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়া ‘কাকলী ফেরি’র মাস্টার মো. বাদল হোসেন ও হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সঠিকভাবে ফেরি চালাতে না পারায় তাদের দুইজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) রাতে তাদের বরখাস্তের খবর নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলরত ‘ফেরি কাকলী’ সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ওই ফেরির ভারপ্রাপ্ত মাস্টার ও সুকানিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে, আজ সকাল পৌনে ৭টায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটগামী কাকলী ফেরিটি পথিমধ্যে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে পাইল ক্যাপে ধাক্কা দেয়। তবে পদ্মা নদীতে স্রোত ও প্রচণ্ড বাতাসের কারণে ধাক্কা লেগেছে বলে দাবি করেন ফেরির মাস্টার।

এর আগে গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এছাড়া আরও দুইবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।