নিখোঁজ করোনা রোগীর লাশ মিললো হাসপাতালের পাশের ডোবায়

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিখোঁজের পাঁচ দিন পর করোনাভাইরাস আক্রান্ত রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে হাসপাতালের পূর্ব পাশের ডোবায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম সোনামিয়া ফকির (৭০)। তিনি জাজিরা উপজেলার পূর্ব আড়াচন্ডি ঠান্ডার মোড় এলাকার মৃত আমির ফকিরের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাজিরা থানা সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট ওই ব্যক্তি নমুনা পরীক্ষা করলে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। করোনায় আক্রান্ত হলে ওইদিনই চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট (সোমবার) গভীর রাতে সোনামিয়া সেখান থেকে নিখোঁজ হন। নিখোঁজের পাঁচ দিন পর হাসপাতালের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সোনামিয়ার ছেলে আবদুর রহমান ফকির বলেন, ‘১৬ আগস্ট রাত ১১টার দিকে বাবাকে হাসপাতালে দেখে আসি। এরপর থেকে তিনি নিখোঁজ। আজ তার লাশ পাওয়া গেছে। তার শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’

তার অভিযোগ, ‘আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা শামসুল হক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মো. রোমান বাদশাহ্ বলেন, ‘তিনি করোনা পজিটিভ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু তখন পরিবার তার কোনও খবর নেয়নি। তিনি মানসিক চাপে ছিলেন। পরে কী হয়েছিল জানা নেই।’