ফরিদপুরে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি

ফরিদপুরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। পদ্মা ছাড়াও জেলার মধুমতি, আড়িয়াল খাঁ ও কুমার নদের পানি বেড়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিদিনই পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁর পানি বাড়ছে। শনিবার সকালে পাউবোর পরিমাপ অনুযায়ী গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুরে পদ্মা নদীর বিপৎসীমার মাত্রা ৮.৬৫ সেন্টিমিটার, এখন রয়েছে ৯.০৬ সেন্টিমিটার।

নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে

সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজাম্মান জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে পানি বাড়ছে। আমার ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত। এখন চারপাশে পানি। এতে মানুষের চলাফেরা ও গবাদিপশুর খাদ্য সমস্যা দেখা দিয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতার মাহমুদ জানান, পদ্মায় পানি বাড়ায় অভ্যন্তরীণ নদ-নদীতে পানি বাড়ছে। এতে তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।