চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতুর ১০ প্রহরী আটক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জুলহাস হাওলাদার (৩৫) নামক এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পদ্মা সেতুর ১০ নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জুলহাসকে পদ্মা সেতুর কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ১০ জনকে আটক করে। জুলহাস হাওলাদার উপজেলার কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের মৃত হাসান হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

padma-bridge-killed

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব জানান, পদ্মা সেতুর ১০-১২ জন নিরাপত্তাকর্মী চোর সন্দেহে ওই রিকশাচালকের শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পিটিয়েছে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ইতোমধ্যে ১০ নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।