দুর্ঘটনার পর টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলে ভ্যানগাড়িকে ধাক্কা দিয়েছে ট্রেন রংপুর এক্সপ্রেস। এ দুর্ঘটনায় ট্রেনটিতে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় দেড় ঘণ্টা ধরে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল খান বলেন, ‘দুর্ঘটনার পর ট্রেনটিতে ক্রটি দেখা দিয়েছে। সম্ভবত ট্রেনটির হুইসপাইপ ছিঁড়ে পড়ে গেছে। অন্য আরেকটি হুইসপাইপ লাগানোর চেষ্টা চলছে। বর্তমানে এ রোডে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে ঘারিন্দা, করটিয়া ও মহেড়ায় তিনটি ট্রেন আটকে রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভ্যানগাড়ি গড়াশিন ক্রসিং পার হচ্ছিল। সে সময় ঢাকা থেকে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটির চালক দ্রুত সরে যান। ট্রেনটি কিছুদূর গিয়ে থেমে যায়। বর্তমানে যাত্রীরা ট্রেন থেকে নেমে ট্রেনলাইনে অপেক্ষা করছেন। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।