দেড় ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু

টাঙ্গাইলে দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল চালু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনা কবলিত রংপুর এক্সপ্রেস ট্রেনটি মেরামতের পর চালু করা হয়। টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের মাস্টার সোহেল খান তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গড়াসিন ট্রেন ক্রসিং এলাকায় একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয় রংপুর এক্সপ্রেস ট্রেন। এ দুর্ঘটনায় ট্রেনটিতে ত্রুটি দেখা দেয়। এ সময় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়।

যাত্রীরা ট্রেন থেকে নেমে অপেক্ষা করেন। দুর্ঘটনার কারণে ঘারিন্দা, করটিয়া ও মহেড়ায় তিনটি ট্রেন আটকা পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের মাস্টার সোহেল খান বলেন, ‘দুর্ঘটনায় ট্রেনটির হুইসপাইপ ছিঁড়ে যায়। মেরামতের পর দুপুর পৌনে ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।’