নকল এনআইডি-জন্ম সনদ বানাতেন তারা 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা তাঁত বাজার মাকের্টের তিনটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদসহ অন্যান্য সনদ তৈরির করায় তিনজনকে আটক করেছে র‍্যাব-১১।

আটকরা হলেন- মো. ইমদাদুল হক (২৬), মো. ফারুক মিয়া (৫২) ও পারভেজ (৩১)।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে মার্কেটের আদর্শ সার্জিক্যাল, শাকিব কম্পিউটার অ্যান্ড প্রিন্টিং ও মা কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। এ সময় আটকদের কাছ থেকে জাল সনদপত্র তৈরির সরঞ্জামাদি, তিনটি করে সিপিইউ, মনিটর, স্ক্যানার, প্রিন্টার,  হার্ডডিক্স, নকল এনআইডি কার্ড ও চারটি ভুয়া সিল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, এই তিনটি কম্পিউটার দোকানের ভেতরে অবৈধভাবে ভুয়া পরিচয়পত্র প্রস্তুত করে প্রতারণা করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।