হাওরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ জেলের জালে

কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে নিখোঁজ পর্যটক সৈয়দ জাহরুর রহমান সাগরের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার নিকলী উপজেলার ছাতিরচর হাওরে জেলেদের জালে উঠে আসে সাগরের লাশ। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সৈয়দ জাহরুর রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার হাবিবুর রহমানের ছেলে। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি যশোরের কাজীপাড়ার কাঁঠালতলায়।

জানা গেছে, শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুটি বাসে চড়ে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় জীবনের কিছু সহপাঠী, বন্ধু-বান্ধব ও তাদের পরিবারের সদস্যসহ ৫১ জন মিলে কিশোরগঞ্জের নিকলীতে যান জাহরুর রহমান সাগর। সারাদিন হাওরে ঘুরে সন্ধ্যার পর ফেরার সময় তার নিখোঁজের বিষয়টি বাকিদের নজরে আসে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে যে ট্রলারে তারা হাওর ভ্রমণ করেন, সেই ট্রলারে গিয়ে সহযাত্রীরা সাগরের ব্যাগ ও মোবাইল ফোনটি পান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিকলী থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ শুক্রবার রাত ও শনিবার নিখোঁজ পর্যটকের সন্ধানে হাওরে তল্লাশি চালালেও তাকে পায়নি। আজ দুপুরে ছাতিরচর হাওরে জেলেদের জালে তার লাশ উঠে আসে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আনিসুল হক বলেন, ‘জাহরুর রহমান সাগরের মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের লোকজনকে লাশ পাওয়ার বার্তা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে। তিনি কীভাবে পানিতে পড়লেন বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।’