আট কেজির ঢাই মাছ বিক্রি হলো ২৫ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বিলুপ্ত প্রজাতির একটি ঢাই মাছ ধরা পড়েছে। মাছটির ওজন সাড়ে আট কেজি। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার চর-কর্ণেশনা মজলিসপুর এলাকায় জেলে বাচ্চু হালদারের জালে এটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, বাচ্চু হালদার মাছটি বিক্রির জন্য দুপুর ২টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ নিলামে দুই হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ২২৫ টাকায় কিনে নেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৫ হাজার ৫০০ টাকাই বিক্রি করেন।

শাজাহান শেখ জানান, প্রতিদিনের মতো দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে আসি। এ সময় ঢাই মাছ দেখে সর্বোচ্চ দামে কিনে নিই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে তিন হাজার টাকা কেজি দরে ২৫ হাজার ৫০০ টাকাই বিক্রি করি।

ঢাই মাছ বা শিলং মাছ ক্যাটফিশ জাতীয়। স্বাদু ও স্রোতস্বিনী নদীর আঁশবিহীন রুপালি রঙের মাছ এটি। পদ্মার ঘোলা পানিতে ঢাই মাছের আবাস থাকলেও বর্তমানে তা বিলুপ্তপ্রায়। আগের পদ্মার ‘ভরা যৌবনে’ প্রায়ই এই মাছ পাওয়া যেত। বর্তমানে মাঝে মাঝে এই মাছ ধরা পড়ে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, ঢাই মাছ বিলুপ্তির পথে। বর্তমানে পদ্মায় মাঝে মাছে পাওয়া যাচ্ছে। মাছটি কীভাবে রক্ষা করা যায়, সেটা নিয়ে গবেষণা করা হবে।