পাটুরিয়ায় আটকে রয়েছে সহস্রাধিক যান 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ঘাট এলাকায় দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এই ঘাটে পারের অপেক্ষায় আটকে রয়েছে সহস্রাধিক যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে আছেন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় এই নৌপথে মাত্রাতিরিক্ত চাপ পড়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটির কারণে প্রাইভেটকারের আধিক্য রয়েছে।’

সরেজমিন দেখা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুটি টার্মিনালে তিন শতাধিক ট্রাক আটকে আছে। এ ছাড়া ওজন স্কেলের সামনে থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত আড়াই শতাধিক এবং ঢাকা-আরিচা মহাসড়কে উথুলী সংযোগ মোড়ে রয়েছে দেড় শতাধিক পণ্যবোঝাই ট্রাক। পারের অপেক্ষায় আরও আছে চার শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার) এবং অর্ধশতাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস।  

ট্রাকের সারিশিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের চাপ থাকায় উথুলী সংযোগ মোড়ে দেড় শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে আসলে পুনরায় ওই ট্রাকগুলোকে পাটুরিয়া ঘাট অভিমুখে পাঠানো হবে।’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর এ কারণেই ওই রুটে যানবাহনের মাত্রাতিরিক্ত চাপ পড়েছে। এই (পাটুরিয়া-দৌলতদিয়া) নৌপথে ১৯টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে মানুষ ও যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে। বাকি একটি রো রো ফেরি মেরামতে রয়েছে।’

পাটুরিয়া ঘাট পয়েন্টে ট্রাফিকের দ্বায়িত্বরত কর্মকর্তা (টিআই) আব্দুল্লাহ আল জুবায়েদ বলেন, ‘দুর্গাপূজার জন্য ঘাট এলাকায় ছোট গাড়ির (প্রাইভেটকার) চাপ রয়েছে মঙ্গলবার সকাল থেকেই। ৫নং থেকে আরসিয়ালের মোড় পর্যন্ত ছোট গাড়ি পারের অপেক্ষায় লাইনে আটকে রয়েছে। এ ছাড়া সাধারণ পণ্য বোঝাই ট্রাকের এবং যাত্রীবাহী পরিবহনের চাপ রয়েছে।’