বিনা টিকিটে ট্রেনে ওঠায় ২১৫ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে ট্রেনে ওঠার দায়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে ২১৫ যাত্রীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিনব্যাপী বঙ্গবন্ধু অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন রেলওয়ের ঈশ্বরদীর ট্রাফিক ইন্সপেক্টর অপু রায় চৌধুরী।

জানা গেছে, একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সিল্কসিটি, জামালপুর এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ২১৫ যাত্রীর কাছ থেকে ২২ হাজার ৪৭০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ভাড়া বাবদ ২৬ হাজার ৪৬০ টাকা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ের টিটিই ইন্সপেক্টর আব্দুল আলিম বিশ্বাস মিঠু, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে হেড বুকিং মাস্টার রেজাউল করিমসহ টিটিই ও অন্যান্য স্টাফ।

পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘অভিযান পরিচালনা করায় বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’