সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নাজির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগর র‌্যাব-১১-এর কার্যালয়ে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস বিফ্রিং এ তথ্য জানান।

তানভীর মাহমুদ পাশা বলেন, ‘কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলার প্রতিবাদে গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালিয়ে নাজির হোসেন ওরফে ইমরান নাজির একটি পোস্ট দেয়। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশের ফুট ওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির জানায়, কুমিল্লার ঘটনাটিকে ব্যবহার করে সে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার করে আসছিল। পরবর্তী সময়ে পোস্টটি ডিলিট করে আত্মগোপনে চলে যায় সে।