শ্রীপুরে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকার এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুর, শ্রীপুর এবং ভালুকা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ আপাতত জানা যায়নি।

এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, এটি কস্টিক সোডা উৎপাদনকারী প্রতিষ্ঠান। সংরক্ষিত ব্লিচিং পাউডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা প্যারাফিন জাতীয় এক প্রকার খনিজ পদার্থের স্টোরেজ ট্যাংকে ছড়িয়ে পড়ে। এটা মূলত ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পরিচালনা করা হয়। আগুন লাগার সময় ঘটনাস্থলে কেউ ছিলেন না। তবে আশপাশে যারা ছিলেন, তারা তাৎক্ষণিক নিরাপদে ফিরে যান।

সরেজমিন দেখা যায়, প্যারিফাইন জাতীয় খনিজ পদার্থের কমপক্ষে নয়টি ট্যাংক স্টোরেজ রয়েছে। ট্যাংকগুলো থেকে নিরাপদ দূরত্বে কমপক্ষে তিনটি বহুতল ভবন। ফায়ার সার্ভিসের কর্মী ছাড়াও কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ট্যাংকের পাশের ভবনগুলোতে যেন আগুন ছড়িয়ে না যায় সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।