রায়পুরায় নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো যুবকের

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে ইউনিয়নের তিরাদিল ঈদগাহের মাঠে এই ঘটনা ঘটে।

নিহতের নাম স্বপন (২৭)। তিনি বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের সমর্থক বলে জানা গেছে।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক এবং বিদ্রোহী প্রার্থী জাকিরের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে এই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এতে গুলিবিদ্ধ হয়ে স্বপনের মৃত্যু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ওই এলাকার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে বলে জানান সত্যজিৎ কুমার ঘোষ।

আরও পড়ুন—
কেন্দ্রে মাস্তানি করতে এসে ধরা
রামগতিতে ভোট শুরুর আগেই সংঘর্ষ, আহত ২
নারায়ণগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টা, সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত