নিজ এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

সাত দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার (১২ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ পৌঁছেছেন। বিকাল সাড়ে ৩টার দিকে তিনি হেলিকপ্টারযোগে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় রাষ্ট্রপতিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল স্বাগত জানান।

পরে তাকে ডাকবাংলো মাঠে গার্ড অব অনার দেওয়া হয়। ডাকবাংলো থেকে তিনি মিঠামইনের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিক, উপজেলা চেয়ারম্যান আছিয়া আলমসহ রাষ্ট্রপতির সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

abdul-hamid2

শনিবার (১৩ নভেম্বর) তিনি অষ্টগ্রাম যাবেন। সেখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। রবিবার (১৪ নভেম্বর) তিনি মিঠামইন, সোমবার (১৫ নভেম্বর) ইটনা ও মঙ্গলবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জ সদরে যাবেন।