কিশোরগঞ্জে সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেল আরোহী। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজির দুই যাত্রী।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী লাল মিয়া (৫০) ও তার ভাতিজা রাহাত মিয়া (২৮)। তারা পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তৌফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় কটিয়াদী থেকে মোটরসাইকেলযোগে লাল মিয়া ও তার ভাতিজা রাহাত মিয়া কিশোরগঞ্জে যাচ্ছিলেন। আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত হন সিএনজির দুই যাত্রী।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আহত দুই জনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।