সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ পোশাকশ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায়  বহুতল ভবনের চারতলায় গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে তিন পোশাককর্মী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. পারভেজ (২৮), মো. মামুন (২৭) ও জীবন (২০)। এর মধ্যে পারভেজ ও মামুনের শরীরের ৯৯ শতাংশ এবং জীবনের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক এসএম আইউব হোসেন বলেন, দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে। 

দগ্ধদের সহকর্মী রিয়াজ বলেন, সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার আদনান টাওয়ারের সাততলা ভবনের চারতলায় মেসে ভাড়া থাকেন দগ্ধ তিন শ্রমিক। তারা ইপিজেডের এ অনন্ত অ্যাপারেলসে চাকরি করেন। 

রিয়াজ আরও বলেন, বাসায় ঢোকার পর গ্যাসের গন্ধ পাই। এ সময় এক সহকর্মী বিদ্যুতের সুইস দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে তিন সহকর্মী দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে। এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে, কিন্তু ভবনের মালিকপক্ষের কোনও সহযোগিতা পাইনি আমরা। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।