দুর্নীতির অভিযোগে কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান বরখাস্ত

অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান শান্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউনিয়নের সিঙ্গাসার গ্রামের আলী আহম্মদ স্কুল হতে বেলতলা মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্পের ৪০ লাখ টাকা বরাদ্দ ছিল। সেখান থেকে ১০ ভাগ কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেন আতিকুর রহমান। এ ছাড়া ২০১৭-২০১৮ অর্থবছরে বাকসাত্রা নদীর ঘাট হতে আবু বক্করের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দকৃত চাল আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে পরিষদের মাসিক সভায় ইউপি সদস্যদের স্বাক্ষর না নিয়ে ভুয়া রেজুলেশন তৈরির অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের তদন্ত শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী আতিকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন।তবে এখন পর্যন্ত কোনও নির্দেশনা বা চিঠি হাতে পাননি। আইনগতভাবে যে নিদের্শনা দেওয়া হবে সে ব্যবস্থা গ্রহণ করা হবে।