নির্বাচনি সহিংসতায় আ.লীগ নেতার ছেলে নিহত

টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তোতা শেখ (৪০) নামের একজন নিহত ও গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোতা শেখ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল মেম্বারের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দপ্তিয়র ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল মেম্বারের পরিবারের বিরুদ্ধে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ আনা হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় দপ্তিয়র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দীনসহ তার সাঙ্গপাঙ্গরা তোতা শেখসহ আরও লোকজনের ওপর হামলা চালায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গুলিও চালানো হয়। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনকে পাশের জেলা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তোতা শেখকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে শুনেছি।’