লেভেলক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ১

নরসিংদীর রায়পুরা উপজেলায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা লেগে আমান উল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জানগর ইউনিয়নের খানাবাড়ি রেলস্টেশনের পাশের লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

আমান উল্লাহ উত্তর মির্জানগরের আবদুর রশিদের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।

স্থানীয়রা জানায়, সাড়ে ১১টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস খানাবাড়ি স্টেশন এলাকা অতিক্রম করছিল। অটোরিকশাটি খানাবাড়ি রেলওয়ে স্টেশনের পাশের লেভেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। পরে চলমান ট্রেনটি কিছু দূর যাওয়ার পর থামে। অটোরিকশার কিছু অংশ ট্রেনের ইঞ্জিনের নিচ থেকে বের করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আমান উল্লাহ মারা যান।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ ইমায়েদুল জাহেদি জানান, লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।