বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করে হামলার শিকার ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত কলেজছাত্র আলম মিয়া (১৯) মারা গেছেন। ঘটনার দুই দিন পর শনিবার (১১ ডিসেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলম কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের ভাটির জগতচর গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।

আলমের পরিবার ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের সিদ্দুর মোড় এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন চলছিল। ভাটির জগতচর গ্রামের আলম, তার ছোট বোন মা-বাবার সঙ্গে মাহফিলে যোগ দেন। বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরছিলেন তারা। পথে লক্ষ্মীপুর পূর্বপাড়া এলাকার ৫-৬ জন বখাটে আলমের ছোট বোনকে উত্ত্যক্ত করে। আলম প্রতিবাদ জানান। এরপর তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে রকি (২০) ও আঙ্গুর মিয়ার ছেলে শাওনসহ (২১) কয়েক জন বাঁশ দিয়ে তাকে পেটাতে থাকে।

গুরুতর আহত অবস্থায় আলমকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সেখানে আলম মারা যান।

এ ঘটনায় শনিবার সকালে আলমের ভগ্নীপতি সুজন মিয়া বাদী হয়ে রকি ও শাওনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান মোস্তফা ঘজানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।