ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে ভাশুর ফরমান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফরমান আলী কালিহাতী উপজেলার উত্তর পৌলী গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনকারী অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম বলেন, উপজেলার উত্তর পৌলী এলাকায় ডিসলাইনের তার চুরির ঘটনায় এলাকায় সালিশ বৈঠকে ফরমান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ২০ হাজার টাকা তার ছোট ভাই নুর ইসলামের স্ত্রী আছিয়া বেগমের কাছে চান ফরমান। এরপর আছিয়া বেগমকে বিভিন্ন সময় টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। টাকা না দেওয়ায় ২০০৬ সালের ১ আগস্ট সকালে ফরমান আলী আছিয়া বেগমকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিহতের শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। 

এ ঘটনায় নিহত আছিয়া বেগমের মামা রজব আলী ওই দিন কালিহাতী থানায় ফরমানের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রায়ের সময় ফরমান আলী আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামীম চৌধুরী দয়াল।