‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখবে’

যুবলীগের প্রেসিডেন্ট শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন ততদিন ধাপে ধাপে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করা হবে। ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনা দ্বারা নতুন প্রজন্ম এই যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখবে।’

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিদেশে থাকা যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে বলেন, ‘এ বিষয়ে সব ধরনের প্রক্রিয়া চলছে। বিভিন্ন নিয়মকানুনের পাশাপাশি জটিলতাও আছে। সরকার এ ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখছে। সরকার বাকি যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচার কার্যকর করবে।’

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্ব পুরুষেরা যে ত্যাগ স্বীকার করে গেছেন। সেই ত্যাগের মহিমা দ্বারা উদ্ভাসিত হয়ে নতুন প্রজন্ম একটি প্রগতিশীল দূষণমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে এবং আমাদের যুবলীগ তথা যুব সমাজ আগামীর প্রগতিশীল সমাজ গঠনে নেতৃত্ব দেবে।’

এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।