যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের

যশোর-ঝিনাইদহ মহাসড়কে উল্টে পড়া থ্রি হুইলারে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে যশোরের সাতমাইল এলাকায় কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঝিনাইদহ সদরের আরাপপুর গ্রামের বাকি বিল্লাহ মুন্সীর ছেলে ইউসুফ আলী মুন্সী (৩১) এবং একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রুহুল আমিন (৩২)। রুহুল আমিন সিএনজির চালক এবং ইউসুফ যাত্রী।

সিএনজির আরেক যাত্রী সোহরাব হোসেন জানান, পিকনিকের জন্য যশোরে বাস ভাড়া করতে আসেন তারা। থ্রি হুইলারে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ইউসুফ ও রুহুলের মৃত্যু হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, বিকালে যশোর থেকে যাত্রী নিয়ে যশোর-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে ঝিনাইদহে যাচ্ছিল একটি থ্রি হুইলার। বিকাল সাড়ে ৫টায় কাজী নজরুল ইসলাম কলেজের সামনে মহাসড়কের ওপর সেটি উল্টে যায়। এরপর একটি ট্রাক থ্রি হুইলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইউসুফ মারা যান। গুরুতর আহত অবস্থায় রুহুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।