চট্টগ্রামের মীরসরাইয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে সড়কে প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। রবিবার (১১ মে) বেলা ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকালে ৪টায় উল্টে যাওয়া ট্রাকটির পাশে এক্সকাভেটর দিয়ে কেটে বিকল্প সড়ক তৈরি করে যান চলাচল স্বাভাবিক করেন পুলিশ ও স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দা রাজীব ত্রিপুরা বলেন, বেলা ১১টায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক দিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিল। পথে করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি খাঁড়া রাস্তা ধরে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আড়াআড়িভাবে ট্রাকটি উল্টে যায়। এ সময় দুই লেনের সড়কটিতে সব ধরনের যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এক্সকাভেটর এনে উল্টে যাওয়া ট্রাকের পাশে একটি বিকল্প সড়ক তৈরি করে যানবাহনগুলো চলাচলের ব্যবস্থা করে দেন।
জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি খাঁড়া রাস্তা দিয়ে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সিমেন্টবোঝাই একটি ট্রাক সড়কে উল্টে যায়। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে এক্সকাভেটর দিয়ে এক পাশে বিকল্প রাস্তা করে ছোট যানবাহনগুলো চলাচলের ব্যবস্থা করা হয়। উল্টে যাওয়া ট্রাকটি বিকালে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। তবে এ দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সড়কের এই অংশে পাহাড়ি খাঁড়া রাস্তায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে।